ভোলার লালমোহনে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় মো. শরীফ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর শরীফের সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।নিহত শরীফ লালমোহন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো. কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শরীফ সাইকেল যোগে লালমোহন বাজার থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় চৌরাস্তায় আসলে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপায় দিয়ে চলে যায়। এতে শরীফ ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা ও শরীফের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

ফলে চরফ্যাশন-ভোলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে বাসটি চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর