ছাত্রলীগের সভাপতি বিএনপির হয়ে ভোট চেয়েছিলেন

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের বিরুদ্ধে কোন একসময় ছাত্রদলের হয়ে কাজ করার অভিযোগ এনেছেন সংগঠনটির সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ।

শনিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে এমন অভিযোগ করেন ইয়াজ আল রিয়াদ।

অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের হয়ে কাজ করেছিলেন। বিএনপিকে ভোট দেয়ার জন্য ক্যাম্পেইনে অংশগ্রহণও করেন। নির্বাচনের আগে তার ফুফাতো ভাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তখন তিনি তার কক্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করেছেন, পরীক্ষায় অংশ নিয়েছেন। এমনকি সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আপন চাচাতো ভাইকে নিজের ক্ষমতাবলে নৌকার বিরুদ্ধে জিতিয়েছেন আল নাহিয়ান।

শুধু তাই নয়, তিনি আরও বলেন, ১৯৯৬ সালের যে নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছিল সেই নির্বাচনে ​বিএনপির ‘ডামি প্রার্থী’ ছিলেন আল নাহিয়ানের বাবা।

তিনি এসব অভিযোগের জবাব দেয়ার আহ্বানও জানান। তিনি বলেন, অভিযোগ উঠতেই পারে, তবে অভিযোগের বিপরীতে জবাবও দেয়া উচিত। এতে নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে কোনো ধোঁয়াশা তৈরি হবে না।

বার্তাবাজার/আর এম সা

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর