বাঙালীয়ানার ছোঁয়ায় ইবি মার্কেটিং পরিবারের বর্ষবরণ

গায়ে রংবেরং এর পাঞ্জাবি কারো কারো মাথায় গামছা আবার মেয়েদের পরনে লাল,সবুজসহ নানা রঙের বর্ণিল শাড়ী।কেউ গাইছে,কেউ নাচছে ঢোলের তালে তালে আর বাঁশির সুরে সুরে,সকল কিছু ভুলে প্রাণের আনন্দে।কেউ আবার পালকিতে করে নতুন বউকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে।মাঝেমধ্যে বউ বাইরে উঁকি মারছে।কেউ সেজেছে জেলে কেউ বা সাপুড়ে হয়ে বিন বাজাচ্ছে ছাপিয়ে আনন্দ সুর।নানা রকম মুখোশ আর বেলুন যেনো না থাকলেই নয়।

বাঙালীয়ানার ছোঁয়ায় পুরাতনকে ভুলে,নতুন বর্ষকে বরণ করতে এমনই দৃশ্য দেখা গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং পরিবারে।পহেলা বৈশাখে গ্রামীণ-বাংলার প্রাচীন ঐতিহ্যকে উঠিয়ে আনার চেষ্টা করেছে।আর এভাবেই নতুন বাংলা সন-১৪২৬ কে বরণ করে নিয়েছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আয়োজন শোভাযাত্রায় অংশ গ্রহনের পাশাপাশি এ দিন বিভাগের নিজস্ব আয়োজনে ছিলো বাঙালীয়ানার ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ভোজন।শোভাযাত্রা শেষে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ এ আয়োজনে বাড়তি মাত্রা যোগ হয়।এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সফল চেয়ারম্যান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান,বিভাগীয় শিক্ষক শাহ আলম কবির প্রামাণিক,সাদিকুল আজাদ,মাজেদুল হক প্রমুখ।এছাড়া বিভাগের সকল শিক্ষার্থী এ আয়োজনে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর