সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পোরশার আরএস-২৩০/২৩১নং পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় তারা।ছেলেটির নাম মোসাহাক আলী (২৭) ।মোসাহাক আলী উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

বাবা ইমাম হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে তার ছেলে মোসাহাক আলীসহ কয়েকজন আরএস-২৩০/২৩১নং পিলার দিয়ে গরু আনতে ভারতে যায়। ভারত থেকে ফেরার পথে শুক্রবার ভোরে আড়াগাছী-ক্যাদারিপাড়া ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মোসাহাককে আটক করে বিএসএফ।

নিতপুর বিজিবি-১৪ ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কয়েকজন ফোন দিয়ে এ ব্যাপারে আমাকে জানিয়েছে যে, ভারত থেকে গরু আোর সময় একজনকে আটক করেছে বিএসএফ। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর