কাশ্মীরে চলছে পাক-ভারত সেনাদের মধ্যে তুমুল লড়াই

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছে পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় ভারতীয় সেনাদের গুলিতে তিন পাক জওয়ান নিহত হয়েছে বলে দাবি করেছে এক ভারতীয় সংবাদ মাধ্যম। এ সময় ভারতীয় হামলায় পাকিস্তানের চার সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর ছাপিয়েছে।

ভারতের ওই সংবাদমাধ্যম বলছে, পুঞ্চে চুক্তি লঙ্ঘন করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তবে কয়েকদিন ধরেই অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তান। লাগাতার পাক হামলার জবাব দিচ্ছে ভারতীয় সেনারা।

তাদের আরো দাবি, সম্প্রতি নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মর্টার ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের হামলয় রোববার ভারতীয় এক জওয়ান নিহত হয়। এর জবাবে মঙ্গলবার পুঞ্জে হামলা শুরু করেছে ভারতীয় জওয়ানরা। এ সময় ভারতীয় সেনাদর গুলিতে ঝাঁঝড়া হয় তিন পাক সেনার দেহ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর