‘ট্রল করা খুবই দুঃখজনক’

সম্প্রতি বেশ আলোচনায় গিয়াস উদ্দিন তাহেরী।কারনটা আর বলব? বলে দেই!বুঝতেই পারছেন নিশ্চয়।তাফসীর করতে গিয়ে বিভিন্ন ধরনের উদ্ভট কথা বলেন তিনি।এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।আছেন আইনশৃঙ্খলাবাহিনী নজরদারিতেও।

সোশ্যাল মিডিয়ায় তার আলোচিত কথা গুলো হলো-‘চা ঢেলে’ দিতে চাওয়া, ‘বসেন-বসেন’ ইত্যাদি শব্দ ও বাক্যগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল।

এ প্রসঙ্গে তাহেরী বলেন, ‘দুই ঘণ্টার বেশি সময় আমি ওয়াজ-নসিয়ত করে থাকি। এর ভেতরে দুই একটি কথা হয়তো আমি মজা করে বলি কিংবা স্লিপ অব টাং হতে পারে। পরিস্থিতি এবং উপস্থিতির কারণে আমি বলতে পারি তাই বলে এটা নিয়ে ট্রল করে প্রচার করা খুবই দুঃখজনক।’

তাহেরী বলেন, ‘আমি যদি কোনো একটি কথা ভুল করে বলে থাকি সেটা আমাকে ভালোভাবে বলা যায়। আমি শুধরে নিতে পারি। কিন্তু এভাবে আমার কথা থেকে কেটে এভাবে ট্রল করা কোনোভাবেই ভালো না।’

তিনি আরো বলেন, ‘অনেক সময় আমার কাছের লোকজন বলে, বক্তব্যে ভেতরে এটা বলার কী দরকার? তখন আমি তাদের বলি এটা হয়তো ভুল করে বা পরিস্থিতি ট্যাকেল দিতে গিয়ে হয়ে যায়। তখন তারা আর কিছু বলে না।’

তাহেরী আরো বলেন, ‘তবে আমি যদি জানতাম আমার এসব কথা নিয়ে ট্রল হবে তাহলে আমি বলতাম না। মানুষ তো ভুল করেই। তবে ভুল করা মানুষকে নিয়ে খারাপ ভাবে না বলে শুধরে নিতে বলা উচিত।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর