কাশ্মীরে ১০০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা

জম্মু-কাশ্মীরে ১০০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে ট্রাইডেন্ট গ্রুপ। ৩৭০ ধারা বাতিল হওয়ার পরও এই অঞ্চলে বিনিয়োগে উৎসাহ দেখাচ্ছে ভারতের বড় বড় কম্পানিগুলো।

ট্রাইডেন্ট গ্রুপের চেয়ারম্যান রাজিন্দর গুপ্ত জানিয়েছেন রাজ্যের বিকাশের জন্য জম্মু-কাশ্মীরে ১০০০ কোটি টাকার বিনিয়োগের যোজনা তৈরি করছেন ৷ তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাহে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ নজর দেওয়া হবে৷ ট্রাইডেন্ট গ্রুপের এই ইনভেস্টমেন্টের জেরে লাভবান হতে চলেছে ১০ হাজার পরিবার৷

উল্লেখ্য গত ৫ অগাস্ট কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করে কেন্দ্র। অর্থাৎ বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু-কাশ্মীর। লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে বিদেশি বিনিয়োগ ও পর্যটনকে বাড়ানো। বিল উত্থাপনের সময় দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর