বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) বেলা ১১টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

বাকৃবি কেন্দ্রে ৭ হাজার ৪৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭ হাজার ১৬জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবারে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৪ দশমিক ১৯ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো নজরুল ইসলাম।

তিনি বলেন, বাকৃবি কেন্দ্রে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাবির প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শন করে সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে পরীক্ষা চলাকালীন সময়ে বাকৃবি কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। কক্ষ পরিদর্শন শেষে তিনি বলেন, বরাবরের মতো এবারও বাকৃবিতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় উপস্থিতির হারও অনেক ভালো। সারা দেশে কেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি অনেক লাঘব হয়েছে, তারা নির্বিঘ্নে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে।

টাঙ্গাইল থেকে আগত এক শিক্ষার্থী মো. রেদৌয়ান ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার প্রশ্ন মার্জিত হয়েছে তবে গণিত বিষয়ের কিছু প্রশ্ন সিলবাসের বাহিরে ছিলো। ভর্তি পরীক্ষার আগের দিন বাস ও ট্রেনের টিকেট পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। এমনকি ট্রেনের টিকেট ছাড়ার আধা ঘন্টার মধ্যেই কোনো টিকিটও পাওয়া যায় না। সেক্ষেত্রে যার যার বিভাগীয় শহরে পরীক্ষার আয়োজন করায় আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে।

তিনি আরও বলেন, উন্নত দেশে যেমন একটি ভর্তি পরীক্ষার ফলাফলের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। এমন পদ্ধতি আমাদের দেশে করা সম্ভব হলে ভর্তি ফর্ম তুলার জন্য এত বাড়তি ব্যয় করতে হবে না। এতে করে শিক্ষার্থীদের বার বার আলাদা করে ভর্তির জন্য প্রস্তুতি নিতে হবে না।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর