কুমিল্লার মানুষ কুমিল্লা নামেই বিভাগ চায় : মালয়েশিয়ায় এমপি বাহার

কুমিল্লার মানুষ ‘কুমিল্লা’ নামেই বিভাগ চায় এবং কুমিল্লা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

শনিবার (৬ মে) রাতে রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওহিদুর রহমান অহিদ। সদস্য নুর মোহাম্মদ ভুইয়া ও এম এম মামুনুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ মাহমুদ সাঈদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমান, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাবেক আহবায়ক সোহরাওয়ার্দি হোসেন সারোয়ার, সহ সভাপতি রাশেদ বাদল, কুমিল্লা সমিতির সিঃ সহ সভাপতি আনিসুর রহমান ও উপদেষ্টা দাতু আলমগীর,দাতু কালাম, দাতু আক্তার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি এ কামাল হোসেন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন সরদার, দাতু আঃ রউফ লিটন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি মো. হুমায়ুন কবির, কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি কাইয়ুম সরকার। শ্রমিকলীগের সভাপতি নাজুমুল ইসলাম বাবুল এবং জহিরুল হক জহির, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনার এ অনুষ্ঠানে, প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

এসময় পাসপোর্ট ও অন্যান্য সমস্যা সমাধানে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি বাহাউদ্দিন বাহার এমপি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর