হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগী

গাজীপুরে দিনকে দিন বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৭২জন। আজ শনিবার সকাল পর্যন্ত এখনও ভর্তি আছেন ৭১ জন রোগী। এদের বেশিরভাগই কেবিন বা ওয়ার্ডের বিছানায় জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১০১জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। যে ৭১জন ভর্তি আছেন তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে আবার নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ।

ডেঙ্গুর পাশাপাশি যারা ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন তাদেরও পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ৭৬জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, ‘রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর