আরও ১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশে সর্বমোট ৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৭ জন এবং ঢাকার বাইরে ১০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬২ জন। এরমধ্যে মারা গেছেন ১০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯১৫ জন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর