ধোনির পরিবর্তে এক তরুণ তুর্কিকে বেছে নিলেন কোহলি

মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে ঋষভ আরও ধারাবাহিক হয়ে উঠুক। এমনটাই চাইছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ফ্লোরিডায় শনিবার (৩ আগস্ট) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত–ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে ম্যাচটি।

তার আগে সাংবাদিক সম্মেলনে কোহলি বলছিলেন, ‘‌ধোনির অভিজ্ঞতা আমাদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো বলব ধোনির অনুপস্থিতিতে ঋষভ পান্থের মতো জুনিয়রদের কাছে বড় সুযোগ নিজের যোগ্যতা প্রমাণের। ঋষভের যোগ্যতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। চাইব টিম ইন্ডিয়ার একজন ধারাবাহিক ক্রিকেটার হয়ে উঠুক ঋষভ। আশা করব ক্যারিবীয়ান সফরে ঋষভ সুযোগটা কাজে লাগাবে।’‌

এরপরই বিরাটের সংযোজন, ‘‌দলে জায়গা পাকা করতে হলে ঋষভকে সুযোগটা কাজে লাগাতেই হবে। হার্দিক ও ধোনির মতো দুই ফিনিশার এই সিরিজে নেই। সুযোগটা বাকিরা কাজে লাগাক। সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সবাইকে দেখে নিতে হবে।’‌

ফ্লোরিডায় শনি ও রবি দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। শেষ ম্যাচটি হবে ৬ আগস্ট গায়ানায়। তারপর রয়েছে তিন ম্যাচের একদিনের সিরিজ। এরপর ভারত দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়ানদের বিরুদ্ধে।

ধোনি দু’‌মাসের বিশ্রাম নিয়েছেন। ক্যারিবীয়ান সফরে একাধিক তরুণকে নিয়ে এসেছে ভারত। মিডল অর্ডারে থিতু হওয়ার মতো ব্যাটসম্যান চাইছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে ধোনির উত্তরসূরী হিসেবে পান্থকে দেখে নেওয়ার ভাবনাচিন্তাও ঘোরাফেরা করছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর