মাদারীপুরে অধিক দামে পণ্য বিক্রি করায় সুপার শপকে জরিমানা

মাদারীপুরে ধার্য মূল্যের বেশী দামে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা।

শুক্রবার সন্ধ্যায় রমজান উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানে মাদারীপুর শহরের ডিসি ব্রীজ এলাকায় ফ্যামিলি মাঠ সুপার শপকে এ জরিমানা করে আদায় করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এসময় দর্জীবাড়ী, রঙ্গ বাংলাদেশ, রিচম্যানসহ কয়েকটি পোশাক ও কসমেটিকের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর জাতীয় ভোক্তা অধিকার মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, রমজান মাস উপলক্ষে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এরমধ্যে আজকে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে ডিসি ব্রিজ এলাকায় বিভিন্ন শপিং মল, পোশাক ব্যবসায় প্রতিষ্ঠান কসমেটিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্যামিলি মাঠ সুপার শপকে ধার্য মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। আমাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর