পটুয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ সেলিম হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে পৌর ২ নং ওয়ার্ডের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম হাওলাদার কাঠপট্টি এলাকার মৃত্যু ইসমাইল হাওলাদারের ছেলে।
সদর থানা পুলিশের এএসআই লিমন জানান, গ্রেফতারকৃত সেলিম হাওলাদার ৩৩৩/১৯, জিআর ৪৪৩/১৭ (পটুয়াখালী) এর ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০,০০০/- দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গতরাতে কাঠপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান জানান, সেলিম হাওলাদার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে আটটি মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়া আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এম আই