মাদারীপুরসহ পৃথিবীর প্রাচীন নির্দশণ, ঐতিহ্য, ইতিহাস, উপ-মহাদেশের ঐতিহাসিক ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী সংগ্রহ নিয়ে মাদারীপুর মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে শকুনির লেক পাড়ের পুরাতন টেজারি ভবনে এ মিউজিয়ামের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বাবু চৌধুরী, গর্ণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
বার্তাবাজার/এম আই