কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে মেহেদী হাসান সিয়াম বাবু (২১) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সিয়াম (বাবু) উপজেলা জাঙ্গালিয়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে জাঙ্গালিয়া ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, নিহত মেহেদী হাসান সিয়াম চরকাওনা নতুন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে ফেরার পথে বজ্রপাতে মারা গেছে। মরদেহে বজ্রপাতে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে।
পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান জানান, শুক্রবার ভোরে নতুন বাজার থেকে জাঙ্গালিয়া বাজারের রাস্তার পাশে মরদেহটি দেখে স্থানীয়রা পাকুন্দিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানার নিয়ে আসে। এবং অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম চলছে।
বার্তাবাজার/এম আই