চাঁদ দেখা গেছে, ঈদ ১২ আগস্ট

আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১১ আগস্ট।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা পালন করা হয়। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

গত বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদ পালিত হতে পারে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর