বগুড়ার শাজাহানপুরে ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ধারালো অস্ত্র, মাদক, ওয়ারেন্ট ও ফৌজদারী কার্যবিধি সহ বিভিন্ন মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এসময় আড়াই কেজি গাঁজা, ২০পিচ ইয়াবা, ২৪ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিদেশী মদ, ২টি বার্মিজ ও ১৮টি চাইনিজ চাকু উদ্ধার এবং ৪৩টি মটরসাইকেল আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ টি মাদক মামলায় ১৬ জন, ২ টি অস্ত্র মামলায় ২ জন, ২ টি মাদক সেবন মামলায় ১২ জন, ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ৫ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জন মোট ৩৮ জনকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। গত সোমবার ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং রমজান ও ঈদ উপলক্ষ্যে আইন শৃংখলা বজায় রাখতে সার্বক্ষনিক মাঠে কাজ করছে পুলিশ।
বার্তা বাজার/জে আই