রাজধানীর মধ্য বাড্ডায় পোস্ট অফিসের গলির একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে মিষ্টির দোকানে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, রাজধানীর মধ্য বাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলিতে একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এম আই