পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শাহজাহান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২৭ মার্চ) বিকেলে আখাউড়ার তিতাস রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান সদর উপজেলার চাপুইর গ্রামের ইব্রাহিম ভুঁইয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধ শাহজাহান বিকেলে তিতাস রেলব্রিজ হেঁটে পার হচ্ছিলেন। ব্রিজের মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ দেখতে পান একটি ট্রেন দ্রুত গতিতে আসছে। এ সময় ব্রিজ থেকে লাফ দিলে লোহার রেলিংয়ে লেগে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল আলিম হোসেন শিকদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পকেটে থাকা একটি প্রসক্রিপশন থেকে পরিচয় শনাক্ত করে, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এম আই