গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে রঞ্জু আহমেদ নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের কাছকাটা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রঞ্জু আহমেদ উপজেলার কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে এবং কাছিকাটা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনাসূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে ফেসবুক লাইভ চালু করে নিজ ঘরে চালের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে ঘরের দরজা ভেঙে তার মরদেহটি উদ্ধার করে।

ঘটনার আগে রঞ্জু আহমেদ ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ‘শেষ আয়োজন! এবং শেষ ঠিকানা! কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক। জিন্দা থাকলে নিন্দা তো হবেই, সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয়না! সময় যখন থমকে যাবে, শেষ হবে সফর! বিদায় দেবে বন্ধু-স্বজন, স্বাগত জানাবে পরপার।’

কিছুক্ষণ পর ফেসবুকে আরেক স্ট্যাটাসে লেখেন, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে।

ওসি আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর