স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তলন করেনি মুক্তিযুদ্ধা সংসদ

মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চেও মাদারগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধো কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন না করার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার (২৬ মার্চ) ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধাদের জন্য তৈরিকৃত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে।

সময়মতো জাতীয় পতাকা উত্তলন না করায় জনমনে দেখা দিয়েছে ক্ষোভ। ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেন এখন মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের ভাতা, ভূয়া মুক্তিযুদ্ধা হতে ব্যাস্ত হয়ে আছে কখন কোথায় জাতীয় পতাকা উত্তলন করতে হবে সেদিকে খেয়াল রাখার সময় নেই।

মহান স্বাধীনতা দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ জাতীয় পতাকা উত্তলন না করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরে দুপুরে জাতীয় পতাকা উত্তলন করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা প্রশাসন প্রধানের বক্তব্য জানতে চাইলে তিনি, বলেন পতাকা উত্তলন করা হয়েছে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর