স্বাধীনতা দিবসে কলাপাড়ায় উন্মুক্ত কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস পাবনা।

রোববার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের আওতাধিন কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন বিসিজি স্টেশন আন্ধারমানিক পল্টনে সর্বসাধারণের জন্য যুদ্ধ জাহাজটি উন্মুক্ত রাখা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই যুদ্ধ জাহাজটিকে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয়।

যুদ্ধ জাহাজটি সকাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর জাহাজটি দেখতে কলাপাড়ার বিভিন্ন এলাকা ও পটুয়াখালী থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। কোস্টগার্ড স্টেশনে মনোরম পরিবেশে যুদ্ধ জাহাজটি দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা হন শিশুসহ বিভিন্ন প্রন্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর