বঙ্গবন্ধু পরিষদ নাটোরের লালপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় বঙ্গবন্ধু পরিষদ লালপুর উপজেলা শাখার আহ্বায়ক সাবেক ব্যাংকার তাহাজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক শ্যামল কিশোর পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য খন্দকার
শহিদুল ইসলাম, অধ্যক্ষ বজলুর রহমান, অধ্যাপক রাশেদ আলী, সমির পাল, প্রভাষক জয়ন্তী রানী অধিকারী প্রমুখ।
আলোচনা সভায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযত মর্যাদায় উদযাপন ও ঈদ পরবর্তী সংগঠনের সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৪ তারিখে সাবেক ব্যাংকার তাহাজ উদ্দিনকে আহ্বায়ক ও অধ্যাপক শ্যামল কিশোর পালকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট্য বঙ্গবন্ধু পরিষদ লালপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় নাটোর জেলা কমিটি।
বার্তাবাজার/এম আই