চট্টগ্রামে চকবাজারের মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে নগরীর চকবাজার এলাকার গুলজার মোড় মতি কমপ্লেক্সের নিচ তলায় রিজিয়া টেইলার্স নামের দোকানে আগুন লাগে।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, মতি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বার্তাবাজার/এম আই