ময়মনসিংহের ধোবাউড়ায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে তারাইকান্দি বধ্যভূমিতে পুষ্পস্থপক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ওসি (তদন্ত) জালাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম আজম।
বার্তাবাজার/এম আই