ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসায়ীকে ১০ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ৩ ঘটিকায় উপজেলার স্টেডিয়াম মাঠের পাশে প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে ফলের দোকান করায় এ জরিমানা করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী হাকিম আহসান মাহমুদ রাসেল স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৫ ধারা মোতাবেক ইউনিয়ন পরিষদের অনুমতি ব্যতিরেকে সর্বসাধারণের ব্যবহার্য কোন জায়গা বা রাজপথ বা সরকারি জায়গায় অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে দোকান পরিচালনা করার অপরাধে এই জরিমানা করেন বলে জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, যানজট নিরসরে ফুটপাত দখল মুক্ত করতে আমাদের এই অভিযান। কোন ব্যবসায়ীকে ফুটপাত দখল করে দোকান করতে দেওয়া হবেনা। সামনে রমজান মাস তাই মানুষের ভোগান্তির দিক চিন্তা করে অভিযান অব্যহত থাকবে।
বার্তাবাজার/জে আই