পাবনায় ৪র্থ ধাপে ঘর পেলেন ৬৩ পরিবার

পাবনা সদরে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করে ৪র্থ ধাপে তৃতীয় লিঙ্গের ১০জনসহ আশ্রয়ণের ঘর পেয়েছেন ৬৩ পরিবার।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুসারে বুধবার (২২ মার্চ) সকালে ভিডিও কনভারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ ধাপের গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপলক্ষে পাবনা সদর উপজেলা চত্বরে শহীদ আব্দুর রব বগা মিয়া মিলনায়োতনে অনুষ্ঠানিকভাবে উপকার ভোগীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর ও জমির কাগজ হস্তান্তর করেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুর নাহার রেখা, ভাইস চেয়ারম্যান সাওয়াল বিশ্বাসসহ সদর উপজেলা ১০টি ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যদিয়ে পাবনা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর