জাতীয় দলের নারী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল ম্যাচ

দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে মেয়েদের এক জমকালো ফুটবল ম্যাচ। দুটি দলে জাতীয় দলের ৭ জন সহ ছিলো দেশীয় ক্লাবের একঝাঁক তরুণী ফুটবলার। মেয়ে খেলোয়ারদের পায়ের জাদু দেখতে মাঠে ছিল দর্শকদের সরব উপস্থিতি।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে উপজেলার রামপাড়া ফুটবল মাঠে এই খেলার উদ্বোধন করেন ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন। ম্যাচটিতে দিনাজপুর একাদশ এবং বান্দরবান জেলা দল নামে দুটি নারী ফুটবল দল অংশ গ্রহণ করে।

এদেরমধ্যে বান্দরবান জেলা দলে ৪ জন এবং দিনাজপুর একাদশ দলে ৩ জন সহ মোট ৭ জন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়ার তাদের পায়ের জাদুতে দর্শক মাতিয়ে রেখেছিলেন। এছাড়াও দুটি দলেই দেশীয় বিভিন্ন ক্লাবের আরো একঝাঁক তরুনী ফুটবলার ফুটবলের চমক দেখাতে সক্ষম হয়।

খেলার প্রথম ১৫ মিনিটে একটি গোল অর্জন করে বান্দরবান জেলা দল। প্রথমার্ধেই একটি গোল করে সমতা ফেরায় দিনাজপুর একাদশের মেয়েরা। খেলার দ্বিতীয়ার্ধে আরো একটি গোল অর্জন করে দিনাজপুর একাদশ।

স্থানীয় বন্ধু সংগঠনের উদ্দ্যোগে আয়োজিত খেলায় ২০ টাকা মূল্যের প্রবেশ টিকেট কাটার ব্যবস্থা রেখেছিলো আয়োজক কমিটি। খেলা দেখতে দুপুর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নানা বয়সী নারী-পুরুষ ছুঁটতে থাকে মাঠের দিকে। খেলা শুরুর আগ মুহুত্বেই মাঠের চারপাশ ভরে উঠে দর্শকে। এদের মধ্যে নারীদের উপস্থিতি ছিলো

চোখে পড়ার মত। মেয়েরা পায়ে বল নিয়ে গোলপোস্টের দিকে আক্রমনে গেলেই দর্শক সাড়ি করতালিতে মুখরিত হয়ে উঠতো। দর্শক সাড়িতে ফুটবল খেলা উপভোগ করছিলেন শান্তি কিস্কু নামে এক কিশোরী। তিনি বলেন, ‘আমার মা-বোনের সাথে খেলা দেখতে এসেছি। মেয়েদের ফুটবল খেলা দেখতে পেরে অনেক ভালো লাগছে। তাদের দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি।’

সুমনা রানী নামে এক নারী বলেন, ‘সর্বক্ষেত্রেই নারীরা অনেক দুর এগিয়ে গেছে। পুরুষের চেয়ে নারীরা আর কোন অংশে পিছিয়ে নেই। মেয়েদের আজকেই এই ফুটবল খেলা সেটিই প্রমাণ করে। মেয়েদের ফুটবল খেলা হবে শুনে সকাল বেলা আমি শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছি।’

ষার্টোধ্ব ইব্রাহীম মিয়া মাঠের একপাশে হাঁটুগেড়ে বসে খেলা দেখছিলেন এবং বাদাম খাচ্ছিলেন। তিনি বলেন, ‘খেলার কথা শুনলে আমি খেলা দেখতে ছুঁটে যাই। আজও এসেছি। অনেকদিন পর মেয়েদের খেলা দেখছি। তাদের খেলা দেখে বেশ ভালো লাগছে।’

খেলাটির আয়োজক সাবু মিয়া বলেন, ‘প্রতিবছরই আমি একক ভাবে বিভিন্ন খেলার আয়োজন করে থাকি। গ্রামীন জনপদের হারিয়ে যাওয়া খেলা গুলোকে টিকিয়ে রাখতেই আমার এই আয়োজন। আগামীতে সরকারী-বেসরকারী সহযোগীতা পেলে আরো অন্যান্য আরো খেলার আয়োজন করবো।’

খেলার প্রধান অতিথি ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে এ ধরণের আয়োজনে সব ধরণের সাহায্য সহযোগীতা অব্যাহত রেখেছি। গ্রাম বাঙলার ঐতিহ্য এবং গ্রামীন খেলাকে টিকিয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। আজকের খেলা দেখে উপস্থিত সকলেই বেশ আনন্দিত।’

খেলায় ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে দিনাজপুর একাদশ নারী দল। খেলা শেষে উপস্থিত অতিথিরা দুটি দলের হাতেই নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর