নেত্রকোনার দুর্গাপুরে গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- বিরিশিরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে জোবায়েল হাসান(০৬) এবং কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে মারুফা আক্তার(০৭)। নিহতরা দুজন মামাতো-ফুফাতো ভাই-বোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বাড়ির পাশে গর্ত খুঁড়ে মাটি তোলা হয়েছিলো। কয়েকদিনের বৃষ্টির ওই গর্তে পানি জমাট হয়। শিশু জোবায়েল হাসান ও মারুফা আক্তার দু’জনেই বাড়ির উঠানেই খেলা করছিলো। খেলাধূলার একপর্যায়ে সকলের অগোচরে ওই গর্তে পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন তাদের উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের গর্তে ভাসতে দেখতে পায় পরিবারের লোকজন। পরে গর্তে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করেন তারা।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বার্তাবাজার/জে আই