মনে হয়েছে দেশের বাইরে খেলেছি : লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই দলীয় রান ছাড়িয়েছে তিনশ’র ওপর। সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ তুলেছে প্রায় সাড়ে তিনশ রান। তবে রেকর্ড রান করেও বৃষ্টি বাধায় স্বাগতিকরা ম্যাচ জিততে পারেনি। সিলেটে আকাশের মন খারাপ করা রাতে জয় হয়েছে বৃষ্টির। তবে টাইগার ওপেনার লিটন দাসের কাছে মনে হয়নি তিনি সিলেটে খেলছেন। মনে হয়েছে দেশের বাইরে খেলছেন তিনি।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে লিটন জানান, ‘শুরুর দিকে ব্যাটিং করা খুবই কঠিন ছিল। অনেকদিন পর মনে হয় বাংলাদেশে এমন ক্রিকেট খেললাম, যেখানে ফিল আসছে যে বাইরের দেশে ক্রিকেট খেলছি। তাও আবার এরকম কন্ডিশনে। খুব একটা যে এখন উইন্টার তা না, সামারের ভেতরে এরকম কন্ডিশনে যে বল মুভ করবে। বৃষ্টির কারণে হয়তো তারা বেনিফিট পেয়েছে। তবে তাদের জন্য ম্যাচ খুবই চ্যালেঞ্জিং ছিল।’

এরকম দলীয় সর্বোচ্চ ইনিংস ভারত বিশ্বকাপে কেমন কাজে লাগবে- এমন প্রশ্নে লিটন বলেন, ‘অবশ্যই এটি অনেকখানি সাহায্য হবে। আপনি বিশ্বকাপে যখন ভালো বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলবেন, তখন এরকমই মুভমেন্ট করবে। এই কোয়ালিটির বোলিংই করবে। আমার মনে হয় আপনি যখন কন্টিনিউ ৩০০-৩৫০ রান ছুঁইছুঁই অবস্থায় থাকবেন, তার মানে আপনি ভালো ক্রিকেট খেলছেন।’

লিটন আরও বলেন, ‘আমরা চাই এমন স্কোর হোক। আপনি যখন বড় বড় ইভেন্ট খেলবেন তখন কিন্তু এমনই রান হয়। হয়তো সব ম্যাচে ৩০০ হয় না, ২৮০ প্লাস হয়। সবসময় এরকম ভালো উইকেটে খেলতে চাই, যাতে ভালো ফল করি। আমার মনে হয় এটি অবশ্যই বিশ্বকাপে সাহায্য করবে।’

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর