দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ খেতে পারছে না : ফখরুল

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ খেতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার চুরি আর পাচার ছাড়া কিছুই করছে না। আওয়ামী লীগ ভণ্ডামির রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে এবং বিভিন্নভাবে বাকশাল কায়েম করছে।

তিনি বলেন, ১০ টাকার চাল এখন ৮০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। সরকার আদানি গ্রুপের বিদ্যুৎ আনছে। ৮ টাকার বিদ্যুৎ এখন ১৬ টাকা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আওয়ামী লীগ ৭৩ দিন হরতাল করে তত্বাবধায়ক সরকার এনেছিল। প্রথমে রাজি না হলেও মানুষের দাবির প্রেক্ষিতে খালেদা জিয়া তা মেনে নিয়েছিলেন। ৪ বার শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এখন তারা আর ভোটে জিতবে না বলে দলীয় সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করেছেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে না এবং কোনো নির্বাচন হতেও দেবে না।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গৃহবন্দী, তারেক রহমান দেশে নেই। তাদের ফিরিয়ে এনে বাংলাদেশকে মুক্ত করতে হবে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর