ঢাকার সাভারে অনুষ্ঠিত হলো সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর প্রবালজয়ন্তী ও মিলনমেলা-২০২৩। সোমবার (২০ মার্চ) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের লাজ পল্লীতে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অ্যাডভোকেট নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
প্রবালজয়ন্তী ও মিলনমেলায় এসময় আরও উপস্থিত ছিলেন, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’র প্রতিষ্ঠাতা মিস ভেলোরি এ টেইলর, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও ছবি ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ।
বার্তাবাজার/এম আই