নারী ও পেনসিডিলসহ আটক সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

খুলনায় ফেনসিডিল ও নারীসহ আটক মহানগর ছাত্রলীগের সহসভাপতি সমীর কুমার শীলকে দলীয় সব পদ ও কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। খুলনা মহানগর ছাত্রলীগ সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

সোমবার (২৯ জুলাই) খুলনা মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক শাহীন আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার নোটিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমীর কুমার শীলকে সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সব পদ ও কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে বলেও জানানো হয় ই-মেইলে।

উল্লেখ্য, এর আগে রোববার রাত পৌনে ১০টার দিকে খুলনা সদর থানা পুলিশ নগরীর খানজাহান আলী রোডের ৮৫ নম্বর বাড়ির চারতলা থেকে সমীর কুমার শীলকে এক নারীসহ আটক করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই স্থান থেকে এক নারীকেও আটক করে পুলিশ।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) সুজিত মণ্ডল জানান, নগরীর খানজাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও ওই নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর