৫ বছর ধরে বেতন পাচ্ছেন না শিক্ষকরা

গেল ৫ বছর ধরে দেশের তিন পার্বত্য জেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। এতে তাদের চরম কষ্টে দিন কাটছে।

জানা যায়, তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ইউএনডিপি-সিএইচটিডিএফের অর্থায়নে ২১০টি বিদ্যালয় চালু হয় ২০০৯ সালে। ২০১৫ সালের জুনে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর ২০১৭ সালে সরকার বিদ্যালয়গুলো জাতীয়করণ করে। বর্তমানে এ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ১২০০ জন শিক্ষার্থী।

শিক্ষকদের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে আর কোনো বেতন-ভাতা পায়নি এসব বিদ্যালয়ের ৮৪০ জন শিক্ষক। শিক্ষকরা দীর্ঘদিন বেতনে না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিনযাপন করছে বলে জানায় তারা।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়টি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায় থেকে সমাধান করতে হবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর