দেশ থেকে উড়িয়ে আনা ক্রিকেটারও হতাশ করল অস্ট্রেলিয়াকে

ক্রিকেটের দুই কুলীনতম দল, দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই যে ভাবে হওয়ার কথা, শুরুতে আর তা হলো কই! বিশ্ব ক্রিকেটের দুই সিনিয়র সিটিজেনের মর্যাদার লড়াই।শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।১৪ রানে শেষ মূল্যবান ৩টি উইকেট।

দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিতে বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে সুবিধা পাওয়ার লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফিঞ্চ।কিন্তু সেই সুবিধা আর কাজে লাগালেন কই! দলনেতা নিজেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরলেন।ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলে জোফরার বলে কাটা পড়েন তিনি।

তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ আউটের শিকার হন দলের বড় তারকা ওয়ার্নার।সাজঘরে ফেরার আগে ওয়ার্নার করেন ৯ রান।এরপর প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে অভিষেক হয় হ্যান্ডসকম্বের।নামের প্রতি তিনি সুবিচার করতে পারেননি।মাত্র ৪ রান করে কাটা পড়লেন অভিষেক ম্যাচে।

ওসমান খাজা ইনজুরিতে থাকায় পিটার হ্যান্ডসকম্বকে উড়িয়ে আনা হয়। কিন্তু তিনিও অজিদের চরম হতাশ করেছেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর