জাদেজা-ধোনির ব্যাটে হাসছে ভারত

পেন্ডুলামের মতো ধুলছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের লড়াই।ভারতের ব্যাটিংয়ের শুরুর হাল দেখে মনে হয়েছে এই বুঝি শেষ ভারত।এরপর সময় গড়ালো, বোতলে বন্ধী থাকা ভারতীয় ব্যাটসম্যানরা বের হলো। অর্থাৎ ৯২ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলার পর ধোনি-জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়াল ভারত।

দুজনে মিলে এরই মধ্যে গড়েছেন ৭২ রানের জুটি।অন্যদিকে জাদেজা তুলে নিয়েছে ফিফটি।তিনি ৩৯ বলে ৫১ রানে অপরাজিত আছেন।সঙ্গে ধোনি আছেন ৫২ বলে ২৮ রান করে।

মাত্র ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নামার সময় যেটাকে সবাই মামুলি বলেছিল, সেটাই এখন বিশাল এক হিমালয় সমান মনে হচ্ছে ভারতের সামনে। ৫ রানে ৩ উইকেট যাওয়ার পর ২৪ রানে ৪ উইকেট। এরপর ৭১ রানে ৪ নম্বর ব্যাটসম্যান হিসেবে ফিরে যান রিশাভ পান্ত। এরপর ৯২ রানের মাথায় ৬ নম্বর উইকেট হিসেবে সাজঘরে ফিরে যান হার্দিক পান্ডিয়াও।

রিশাভ পান্তের সঙ্গে লড়াকু একটা জুটি গড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ৪৭ রানের জুটিটাকে ভেঙে দেন মিচেল স্যান্টনার। ৩২ রান করে ফিরে গিয়েছিলেন পান্ত। এরপর ৩২ রান করলেন হার্দিক পান্ডিয়াও। সেই স্যান্টনারের বলেই সাজঘরের পথ দেখেন পান্ডিয়া। তার ক্যাচ ধরেন উইলিয়ামসন। ৭ নম্বর উইকেট জুটিতে বেশ মারমুখি দেখা যাচ্ছে রবীন্দ্র জাদেজাকে। একের পর এক বাউন্ডারিতে ধীরে ধীরে টার্গেটটাও কমিয়ে আনছেন এই বাহাতি ব্যাটসম্যান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর