বল হাতে উইলিয়ামসনকে শিকার করলেন কোহলি

বিরাট কোহালি এবং কেন উইলিয়ামসন। দু’জনের আগেও দেখা হয়েছিল। এগারো বছর আগে সেটাও ছিল বিশ্বকাপ সেমিফাইনাল। তবে অনূর্ধ্ব উনিশে। কে জানত, দু’জনে আবার দেখা হবে সিনিয়র বিশ্বকাপের নক-আউট পর্বে। মালয়েশিয়ায় সেদিন বিরাটের ভারত তিন উইকেটে উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয়।

শুধু এখানেই শেষ নয়।বড় মজার তথ্য পাওয়া গেছে ১১ বছর আগের সেই ম্যাচ থেকে। সেই ম্যাচে উইলিয়ামসনের উইকেট নিয়েছিলেন কোহালি। যা শুনে ভারত অধিনায়ক বিশ্বাসই করতে পারছিলেন না।

একবার মজা করে বলে ফেললেন, ‘পাঁচ বোলারে না খেললে আবার আমাকেই কেনের উইকেট নিতে হবে।’
উইলিয়ামসনেরও স্মৃতি হাতড়ে মনে পড়ল, ‘হ্যাঁ, কোহলি তখন কিছুটা অলরাউন্ডার মতো ছিল। এখন আর অতটা বল করে না ও।’

উল্লেখ্য, যুব দলের প্রতিনিধি হিসেবে যাদের প্রথম মুখোমুখি হওয়া। সেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আজ বিশ্বকাপের সেমিফাইনাল দ্বৈরথে মুখোমুখি দু’দলের অধিনায়ক। তাদের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। কিন্তু সেমিফাইনালের মহারণের আগে একে অন্যের দিকে তীর ছোড়া নয়, বরং সংবাদ সম্মেলনে পরস্পরের প্রশংসায় মাতেন তারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর