বৃষ্টির কল্যাণে সরাসরি ফাইনাল খেলবে ভারত!

চলমান বিশ্বকাপে যেন একটি দলে পরিণত হয়েছে বৃষ্টি!তা না হলে কেমনে বৃষ্টির পেটে আট পয়েন্ট!ব্রিটিশদের দেশের আবহাওয়া যেন অনেকটা ব্রিটিশ ব্রিটিশ।এই তো সূয্যি মামার হাসি। আবার বৃষ্টি বলে আসি!এ ভাবে চলছে দ্বাদশ বিশ্বকাপের আসর। খেলা বন্ধ, ফের শুরু।হয়েছে বন্ধ।এর মধ্য দিয়ে শেষ হলো গ্রুফপর্বের খেলা। নানা সমীকরণ পার করে সেমিফাইনাল খেলা চার দলও নিশ্চিত হয়েছে এরই মধ্যে।

চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন-আপও। প্রথম সেমিফাইনালে আগামীকাল (মঙ্গলবার) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে প্রথম পর্বের ম্যাচগুলোর মতো এখানেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ারও।

সেমিফাইনালে অবশ্য বৃষ্টিতে ম্যাচের দিন খেলা মাঠে না গড়ালেও থাকছে রিজার্ভ ডে। তবে দুঃসংবাদ হলো, ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের রিজার্ভ ডেতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

যদি এমনটাই ঘটে অর্থাৎ দুদিনই বৃষ্টিতে খেলা মাঠে না গড়ায়, তাহলে কপাল পুড়বে কিউইদের। অন্যদিকে প্রথম পর্বে ভালো খেলার সুবাদে ফাইনালে পৌঁছে যাবে ভারত।

আইসিসির নিয়ম অনুযায়ী সেমিফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে প্রথম পর্বে এগিয়ে থাকা দল।

গ্রুপ পর্বের ৯ ম্যাচে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ৯ ম্যাচের পাঁচটিতে জিতে চতুর্থ স্থানে ছিল নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে উপরে থাকায় বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ফাইনাল খেলবে ভারতই।

দুই দলের মধ্যকার প্রথম পর্বের ম্যাচটিও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে কিউই পেসারদের তোপের মুখে মাত্র ১৭৯ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। পরে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর