কোহলির দুটি চাওয়া রোহিত পূরণ করলেই চ্যাম্পিয়ন হবে ভারত

অতীত নয়। রোহিত শর্মা চোখ রাখতে চান বর্তমানে। বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির অবিশ্বাস্য নজির গড়ে এমনটাই জানাচ্ছেন ভারতীয় তারকা। যে নজির বিস্মিত করছে বিরাট কোহালিকেও। সঙ্গে রোহিতকে লক্ষ্য করে বিরাটের মন্তব্য, ‘আমাদের আর মাত্র দু’টো ম্যাচ জিততে হবে। আশা করছি তোমার কাছ থেকে আরও দুটি অসাধারণ ইনিংস আমরা দেখতে পাব।’

শ্রীলঙ্কাকে হারানোর পরে এক অভিনব দৃশ্য দেখা গিয়েছে হেডিংলেতে। স্বয়ং অধিনায়ক কোহালি সাক্ষাৎকার নিচ্ছেন ম্যাচের সেরা রোহিত শর্মার। যে সাক্ষাৎকারের ভিডিও প্রকাশিত হয় ভারতীয় বোর্ডের ওয়েবসাইটে। যেখানে এক বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির বিশ্বরেকর্ডের মালিক রোহিতকে বলতে শোনা গিয়েছে, ‘একজন ক্রিকেটার হিসাবে বলতে পারি যে আমরা অতীত নিয়ে পড়ে থাকি না। বর্তমানটাই গুরুত্বপূর্ণ। আমিও তাই ঠিক এখনকার পরিস্থিতি নিয়েই ভাবতে চাই। অন্য কিছু নয়। ব্যাটিং বিভাগ যাতে দলটাকে সবসময় একটা ভাল জায়গায় পৌঁছে দিতে পারে, সেটা দেখাই আমাদের একমাত্র লক্ষ্য।’

ভারতের দলনেতা বলেন, তার ক্রিকেট জীবনে কোনও ব্যাটসম্যানকে একটা প্রতিযোগিতায় এতটা দাপট নিয়ে খেলতে দেখেননি। সে কথায় রোহিতের প্রতিক্রিয়া, ‘আমরা সবাই জানি, এ বারের দলটার কাছে এই বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ। আমরা এ বার সত্যিই বেশ ভাল ফর্মে আছি। কখনওই বলব না যে ব্যাটিং ইউনিটের একজন এবং টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে আমার জন্যই এত কিছু হচ্ছে। তবে আমি শুধু নিজের অতীতের ফর্মটা ধরে রাখার চেষ্টা করে গিয়েছি। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় আগে সেটারই দরকার ছিল। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা কতদূর কী করতে পারি।’

সঙ্গে যোগ করেছেন, ‘প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের শুরুর সাফল্যটা দারুণ কাজে দিয়েছে। ওই ম্যাচের পরেই আত্মবিশ্বাসটা যেন বেড়ে যায়। মনে হল, আমরা এ ভাবেই বাকি ম্যাচগুলোও খেলে যেতে পারব।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর