বাংলাদেশ শূন্য রান করলেও সেমিতে যেতে পারবে না পাকিস্তান

গতকাল নিউজিল্যান্ডকে ১১৯ রান হারিয়ে চলতি বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল ইংল্যান্ড। সঙ্গে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকেও সেমিতে নিয় গেল ব্রিটিশরা!আর পাকিস্তানের বিদায় নিশ্চিত করেছে।তবে প্রেক্ষাপট ভিন্ন হতো নিউজিল্যান্ড জিতলে। সেক্ষেত্রে পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ সহজ হয়ে যেত। বাংলাদেশকে ১ রান কিংবা ১ উইকেটে হারাতে পারলেও শেষ চার নিশ্চিত হয়ে যেত সরফরাজের দলের।

বাংলাদেশকে এখন শুধু হারানো নয় অসম্ভবকে সম্ভব করতে হবে ৯২-এর বিশ্বজয়ী ইমরান খানের উত্তরসূরীদের।রানরেটের এ ঘাটতি পুষিয়ে সেমিফাইনালে ওঠা গাণিতিকভাবে সম্ভব হলেও বাস্তবে প্রায় অসম্ভব।

সেমিতে যেতে হলে বাংলাদেশকে অন্তত ৩১১ রানে হারাতে হবে পাকিস্তানকে। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ৩৫০ রান করতে হবে। বাংলাদেশকে অলআউট করতে হবে ৩৯ রানে। সরফরাজদের জিততে হবে ৩১১ রানে। তবেই তারা সেমিতে যাবে।

দ্বিতীয় সমীকরণ হলো ব্যাট করে ৪০০ রান করতে হবে পাকিস্তানের। জিততে হবে ৩১৬ রানে। তৃতীয় সমীরকণে ৪৫০ রান করতে হবে পাকিস্তানকে। বাংলাদেশকে ৩২১ রানে হারাতে পারলেই সেমিফাইনালে যাবে তারা।

অন্যদিকে বাংলাদেশ টস জিতলে আর কোনো অঙ্কই কষা লাগবে না। প্রথমে ব্যাট করা বাংলাদেশকে যদি শূন্য রানেও অলআউট করে পাকিস্তান। এরপরও কোনো সম্ভাবনাই থাকবে না। বল মাঠে গড়ানোর আগেই বিদায় নেবে তারা।

অন্যদিকে বিশ্বকাপে এই প্রথম টানা তিন ম্যাচে হারল কিউইরা।এমন হারের পরেও শেষ চারে ব্লাক ক্যাপসরা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর