সেমিতে যেতে হলে পাকিস্তানকে যা করতে হবে

গতকাল নিউজিল্যান্ডকে ১১৯ রান হারিয়ে চলতি বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের এই জয়ের ফলে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য ঝুলে রইল।

লিগে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তান বাংলাদেশকে হারাতে পারলে তারা ৯ ম্যাচ শেষে ১১ পয়েন্টে পৌঁছবে। অন্য়দিকে ৯ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে ৯ ম্যাচ শেষে দুই দলের নেট রান রেট দেখা হবে। সেখানেই পিছিয়ে পাকিস্তান। পাকিস্তানের চেয়ে নিউজিল্যান্ডের নেট রান রেট অনেক ভালো। লিগ পর্ব শেষ নিউজিল্যান্ডের নেট রান রেট +০.১৭৫। সেখানেই পাকিস্তানের নেট রান রেট -০.৭৯২।

কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান? খাতায় কলমে এখনও পাকিস্তানের সেমিতে যাওয়ার অঙ্ক রয়েছে।

সম্ভাবনা ১)বাংলাদেশের বিরুদ্ধে ৪৫০ রান তুলে,সাকিবদের ১২৯ রানে অলআউট করে পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩২১ রানে।

সম্ভাবনা ২) বাংলাদেশের বিরুদ্ধে ৪০০ রান তুলে বাংলাদেশকে ৮৪ রানে অলআউট করে পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩১৬ রানে। সম্ভাবনা

৩)স্কোরবোর্ডে ৩৫০ রান তুলে বাংলাদেশকে ৩৮ রানে অল-আউট করে সরফরাজদের ম্যাচ জিততে হবে ৩১২ রানে।

এসব করতে হলে বড় কাজটি সামনে। অঙ্ক অনুযায়ী সরফরাজের টস ভাগ্যের উপরই পাকিস্তানের সেমি পাকা করা নির্ভর করছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলে তবেই সেমির জন্য অন্তত শেষ চেষ্টা করতে পারবে পাকিস্তান। ফলে, কার্যত বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ পাকিস্তানের। চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর