সব গুঞ্জন উড়িয়ে দিলেন মাশরাফি, স্বাগত জানাল বিসিবি

আলোর মশাল হাতে নিয়ে টেনে নিচ্ছেন বাংলাদেশ দলকে।তার এই আলোয় কঠিন পথ মারিয়ে সামনে এগিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট। অথচ বিশ্বকাপের পরই তার অবসর নেওয়ার জোর গুঞ্জন উঠেছে। কিন্তু ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাপারটি উড়িয়ে দিলেন টাইগার অধিনায়ক।বললেন, তিনি বশ্বিকাপের পরেও থাকছেন।সঙ্গে সঙ্গে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিব)

ভারত ম্যাচের আগে লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টুর্নামেন্টে ভালো করতে থাকায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন অধিনায়ক ও দল।

বৃহস্পতিবার (২৮ জুন) ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপে মাশরাফি আসরের বাকি অংশ নিয়ে ভাবনার পাশাপাশি বলেছেন অবসর বিষয়েও। তিনি বলেন, ‘এটি অবশ্যই আমার শেষ বিশ্বকাপ। তবে আমি টুর্নামেন্টের পরপরই অবসর নিচ্ছি না। আমি এখন এটি নিয়ে ভাবতে চাই না। কেননা, এখনো টুর্নামেন্ট চলছে।’

তবে বোর্ড চাইলে অবসর নিয়ে ভাববেন বলেও জানিয়েছেন টাইগার দলনায়ক, ‘কিন্তু যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।’

বিসিবির অবশ্য তাড়া নেই! অবসর বিষয়ে মাশরাফির যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেছেন তেমনই, ‘সে দারুণভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং, আমরা এখন এটি (মাশরাফীর অবসর) নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত তার উপরই। সে কি খেলা চালিয়ে যাবে, দলকে নেতৃত্ব দেবে, নাকি দেবে না, আমরা বল তার কোর্টেই ছেড়ে দিয়েছি।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর