অনলাইনে পণ্য ডেলিভারি না হওয়া পর্যন্ত টাকা থাকবে বাংলাদেশ ব্যাংকে

অনলাইনে পণ্য ডেলিভারি হওয়ার পর গ্রাহকের টাকা ছাড় হবে, পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার, ই-ক্যাব ও ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রতিনিধি দলের সাথে বৈঠক বসে বাণিজ্য মন্ত্রণালয়। এসময় স্বরাষ্ট্র ও এনবিআরের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডাব্লিউ টিএ সেলের প্রধান, অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বেশ কিছু সিদ্ধান্ত ও পরামর্শের কথা জানান। তিনি বলেন, অস্বাভাবিক অফারের বিষয়ে ক্রেতাদের সাবধান থাকতে হবে। অনলাইন কেনাকাটায় নগদ টাকা না দিয়ে ব্যাংকিং সিস্টেম বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেয়ারও পরামর্শ দেয়া হয়।

এসময় ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় অনলাইন ব্যবসার নীতিমালা প্রণয়নের দাবি জানায় ইক্যাবের প্রতিনিধিরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর