১৫৩৯ কোটি টাকা পাচারের ঘটনায় ৩০ মামলা, গ্রেপ্তার ২

পোল্ট্রি ফিডের ক্যাপিটাল মেশিনারিজ আনার নামে এক হাজার ৫৩৯ কোটি টাকা পাচারের ঘটনায় দুই অভিযুক্ত আব্দুল মোতালেব ও মোহাম্মদ সুরুজ মিয়াকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

পোল্ট্রি ফিডের ক্যাপিটাল মেশিনারিজের পরিবর্তে চট্টগ্রাম বন্দরে গত ৫ মার্চ মিথ্যা ঘোষণায় আনা বিদেশি সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ার মেশিন ও মদ জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরবর্তীতে ধারাবাহিক তদন্তে ৮৭৩ কোটি টাকা পাচারের ঘটনায় দায়ের করা ১৬টি মামলায় হেনান আনহুই অ্যাগ্রো এলসি এবং এগ্রো বিডি এবং জেপির স্বত্তাধিকারী আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়।

একই ভাবে ২২৫ কোটি মানিলন্ডারিং এর ঘটনায় আলাদা ১৪ টি মামলায় গ্রেপ্তার করা হয় হেব্রা ব্রাংকো ও চায়না বিডিএলের স্বত্তাধিকারী সুরুজ মিয়াকে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর