বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা প্রিয়াঙ্কার

বাবা-কন্যার সম্পর্ক একান্ত, বিশেষ। মধুরতম বিশেষণ দিয়েও কি সেই সম্পর্কের তুলনা চলে? সেই বাবা পরপারে চলে গেলে হৃদয় ভেঙে যাওয়াই স্বাভাবিক। বাবার স্মৃতি বারবার উঁকি দেয়। আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও আবেগপ্রবণ হলেন।

আজ ১০ জুন, প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালে কর্কট রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক।

শৈশবে বাবার সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে দেখা যাচ্ছে, গাছে উঠে বসে আছেন ছোট্ট আদুরে প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘ছয় বছর। মনে হচ্ছে, গতকাল হারিয়েছি তোমাকে… তোমাকে খুব মনে পড়ছে, বাবা।’

বাবার সঙ্গে দৃঢ় বন্ধন ছিল ‘কোয়ান্টিকো’ তারকার। ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ছবি পোস্টের সঙ্গে সঙ্গে আবেগাক্রান্ত হয়ে পড়ে প্রিয়াঙ্কার ভক্তরা।

প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস ও শ্বশুর পল কেভিন জোনাস সহমর্মিতা প্রকাশ করেন। কেভিন জোনাস লেখেন, ‘আমাদের সবার ভালোবাসা রইল, প্রিয় পুত্রবধূ। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে আমাদের ভালোবাসা তোমাকে ঘিরে থাকবে সর্বক্ষণ।’

আগামীতে প্রিয়াঙ্কাকে ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিতে দেখা যাবে। সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর বলিউডে ফিরবেন পিসি। চলতি বছরের ১১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবির। সূত্র : বলিউড বাবল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর