নুসরাতের মতো রাজনকেও আগুনে পুড়িয়ে মারল ঘাতকরা

কিশোরগঞ্জের কটিয়াদীর আবদুর রহিম রাজন (২৭) টানা ২২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।

সোমবার (১০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রহিম রাজন পৌর সদরের পূর্বপাড়া মহল্লার প্রবাসী মস্তোফা মিয়ার ছেলে।

রাজনের মামা মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজন চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ মে রাতের আধাঁরে দুর্বৃত্তরা থানা থেকে ৫০ গজ দূরে সাবরেজিস্ট্রি অফিসের পিছনের গলিতে রাজনের গায়ে তরল দায্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাজন তাবলীগ জামাতের সাদপন্থি ছিলেন। এ ঘটনায় রাজনের মামা মামুনুর রশিদ নয়ন তাবলীগ জামাতের যোবায়ের পন্থি সুমন, সুহেল ও কলিকসহ আরও ৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করে।

প্রসঙ্গত,এ ঘটনার আগে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান ওরফে রাফিকে গত ৬ এপ্রিল গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে মারা যান তিনি।

যার রেষ কাটতে না কাটতে ফের কিশোরগঞ্জে ঘটল এমন ঘটনা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর