গভীর রাতে হামলা, ছাত্রলীগের পদবঞ্চিতদের অনশন

কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরেই প্রকাশ্যে আসে ছাত্রলীগের দলীয় কোন্দল। আলোচিত-সমালোচিত এ কোন্দল এখনও মেটেনি। এবার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদবঞ্চিতদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

তাদের অভিযোগ,শনিবার দিবাগত রাত দু’টায় একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় কমিটির অস্বচ্ছতা নিয়ে সভাপতি ও সম্পাদকের সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পদবঞ্চিত ১৫/২০ জনের ওপর সম্পাদক গোলাম রাব্বানীসহ তার শতাধিক সমর্থক হামলা চালায়। এসময় দুইজন গুরুতর আহত হন। গোলাম রাব্বানী রোকেয়া হলের সাবেক নেত্রী বি এম লিপিকে হেনস্থা করেন বলেও দাবি করা হয়।

ঘটনার পর রাত তিনটা থেকে বৃষ্টিতে ভিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন পদবঞ্চিতরা। তারা প্রধানমন্ত্রীর কাছে মারধর ও লাঞ্ছনার সুষ্ঠু বিচার চান।

তবে গোলাম রাব্বানী মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর